About Me

My photo
সুপ্রিয় ড্রিমল্যান্ড কমিউনিটি, আমি "মোঃ নুরআলম"। আমি ৬ বছর ৩ মাস আগে দেশের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির আমার এই সোসিয়াল ব্লগ নেটওয়ার্কের এর সাথে যুক্ত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। নিত্য নতুন টিপস পেতে আমার ব্লগে নিয়মিত চোখ রাখুন। www.bddreamland.blogspot.com

Label 1

Monday, December 25, 2017

♥মহানবী সাঃ এর প্রিয় ১২ টি খাবার, আসা করি সবাই দেখবেন|

১।খেজুরঃ খেজুরের গুণাগুণ ও
খাদ্যশক্তি
অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও
খনিজ
লবণের উপাদান শরীর সতেজ রাখে।
প্রিয়নবী (সা বলতেন, যে বাড়িতে
খেজুর নেই সে বাড়িতে কোনো
খাবার
নেই। এমনকি প্রিয়নবী (সা সন্তান
প্রসবের
পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার
পরামর্শ
দিয়েছেন।
২। বার্লিঃ (জাউ) এটা জ্বরের জন্য
এবং
পেটের পীড়ায় উপকারী।
৩। ডুমুরঃ ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ
গুণ
সম্পন্ন যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য
আছে
তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার।
৪। আঙ্গুরঃ প্রিয়নবী (সা আঙ্গুর
খেতে
অত্যন্ত ভালো বাসতেন। আঙ্গুরের
পুষ্টিগুণ ও
খাদ্যগুণ অপরিসীম।
এই খাবারের উচ্চ খাদ্য শক্তির
কারণে এটা
থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি
পাই। এবং এটা
স্বাস্থ্যের জন্য
উপকারী। আঙ্গুর কিডনির জন্য
উপকারী এবং
বাওয়েল মুভমেন্টে সহায়ক। যাদের
আইবিএস বা
ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে
তারা
খেতে পারেন।
৫। মধুঃ মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ
রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয়

ঔষধের সেরা। হালকা গরম পানির
সঙ্গে মিশিয়ে
মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো।
খাবারে
অরুচি, পাকস্থলীর
সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ
ওয়াশ
হিসেবে উপকারী।
৬। তরমুজঃ সব ধরনের তরমুজ স্বাস্থ্যের
জন্য
উপকারি। প্রিয়নবী (সা তরমুজ
আহারকে
গুরুত্ব দিতেন। যেসব গর্ভবর্তী
মায়েরা
তরমুজ আহার করেন তাদের সন্তান
প্রসব সহজ
হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ
এখন
সর্বজন বিদিত ও বৈজ্ঞানিক সত্য।
৭। দুধঃ দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও
ভেষজগুণ
বর্ণনাতীত। আজ থেকে দেড় হাজার
বছর
আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন
প্রিয়নবী
(সা দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের
জন্য ভালো। দুধ পানে মেরুদন্ড সবল হয়,
মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও
স্মৃতিশক্তি
প্রখর হয়। আজকের বিজ্ঞানিরাও
দুধকে আদর্শ
খাবার হিসেবে ঘোষণা করেছেন
এবং এর
ক্যালসিয়াম ও ভিটামিন ডি
অস্থিগঠনে সহায়ক।
৮। মাশরুমঃ আজ বিশ্ব জুড়ে মাশরুম
একটি
অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম
নিয়ে চলছে
নানা গবেষণা। অথচ দেড় হাজার বছর
আগে
প্রিয়নবী (সা জানতেন মাশরুম
চোখের
জন্য ভালো। এটা বার্থ কন্ট্রোলে
সহায়ক ও
মাশরুমের ভেষজ গুণের কারণে এটা
নার্ভ
শক্ত করে এবং শরীরের
প্যারালাইসিস বা
অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে।
৯। জলপাই তেলঃ অলিভ অয়েল, অলিভ
অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক।
গবেষণায়
দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও
চুলের
জন্য উপকারী এবং বয়স ধরে রাখার
ক্ষেত্রে
সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া
বিলম্বিত করে।
এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর
প্রদাহ নিরাময়ে
সহায়ক।
১০। ডালিম-বেদানাঃ বেদানার
পুষ্টিগুণ ও
খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয়
একটি দিক
আছে। প্রিয়নবী (সা বলেছেন, এটা
আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা
থেকে
বিরত রাখে।
১১। ভিনেগারঃ ভিনেগারের ভেষজ
গুণ ও
খাদ্যগুণ অপরিসীম। প্রিয়নবী (সা
অলিভ
অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার
খাওয়ার
পরামর্শ দিয়েছেন। আজকের এই মর্ডান

বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে
বিশ্বের
বড় বড় নামি-দামি রেস্টুরেন্টে
বিশেষ করে
এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অভিল
অয়েল ও
ভিনেগার এক সঙ্গে মিশিয়ে
পরিবেশন করা হয়।
১২। খাবার পানিঃ পানির অপর নাম
জীবন। পানির
ভেষজগুণ অপরিসীম। প্রিয়নবী (সা
পানিকে
পৃথিবীর সেরা ড্রিংক বা পানীয়
হিসাবে
উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা
থেকে শুরু
করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা
বিজ্ঞানীরা আজ
প্রচুর পানি পান করতে বলেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
(সাঃ)-এর
পছন্দের ১২টি খাবার ও তার গুণাবলী
উল্লেখ
করা হলো। এসব খাবার প্রিয়নবী
(সাঃ) আহার
করতেন। দেড় হাজার বছর পর আজকের
বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবী
করীম (সাঃ) এর পছন্দের বিভিন্ন
খাবারের
গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথাযথ বলে
উল্লেখ
করা হয়েছে।
নিত্য নতুন পোস্ট পেতে সাথেই থাকুন,

www.bddreamland.blogspot.com

No comments:

Post a Comment

Dreamland © 2014. All Rights Reserved | Powered By Blogger

Published By Pro Templates Lab | Designed by- Neon