About Me

My photo
সুপ্রিয় ড্রিমল্যান্ড কমিউনিটি, আমি "মোঃ নুরআলম"। আমি ৬ বছর ৩ মাস আগে দেশের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির আমার এই সোসিয়াল ব্লগ নেটওয়ার্কের এর সাথে যুক্ত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। নিত্য নতুন টিপস পেতে আমার ব্লগে নিয়মিত চোখ রাখুন। www.bddreamland.blogspot.com

Label 1

Tuesday, December 26, 2017

শিক্ষানীয় গল্প___পড়লে কিছু শিখতে পারবেন।সময়টুকু অপচয় হবেনা কথা দিচ্ছি!


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসা করি সবাই মিলে ভালো আছেন,
কারন:বিডি ড্রিমল্যান্ড এর সাথে থাকলে সবাই ভালোই থাকে। তো! শুরু করা যাক,
একদিন এক মুসলমান লোক চুল কাটতে
গেছে এক নাপিতের দোকানে।
কিন্তু নাপিত হল নাস্তিক।
তাঁর চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি
দিয়ে বুঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই।
নাস্তিক নাপিত বলতে লাগলঃ যদি ঈশ্বর
থাকত তাহলে এত লোক অনাহারে মরত
না।
সে বাইরে একটা বস্ত্রহীন মানুষ দেখিয়ে
বললঃ যদি ঈশ্বর থাকত তাহলে ওই লোক
অনাহারে কেন?
মুসলমান লোকটা কিছু বলল না। চুপ চাপ
শুনে যেতে লাগল।
এরপর যখন তার চুল কাটা শেষ হল সে
বাইরে গেল এবং নাপিতকে বাইরে
ডেকে বললঃ এই এলাকায় কোন নাপিত
নেই।
নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং
বললঃ নাপিত না থাকলে আপনার চুল
কাটল কে?
তারপর মুসলমান লোকটা কতগুলো লম্বা চুল
ওয়ালা মানুষকে দেখিয়ে বললঃ নাপিত
থাকলে ওই লোক গুলোর চুল লম্বা কেন?
নাপিত বললঃ ওই লোকগুলো কে তো
আমার কাছে আসতে হবে।
আমার কাছে না আসলে অথবা আমাকে
না বললে আমি কি কিছু করতে পারব?
মুসলমান লোকটা তখন বললঃ তেমনি,
সৃষ্টিকর্তার কাছে না গেলে,
সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা
তোমার জন্য কি করতে পারবে??
নাস্তিকেরা মগজে নাও ..
নিত্য নতুন টিপস পেতে লেগে থাকুন,
www.bddreamland.blogspot.com

1 comment:

Dreamland © 2014. All Rights Reserved | Powered By Blogger

Published By Pro Templates Lab | Designed by- Neon